পুঠিয়া প্রতিনিধি:
পুঠিয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৮ইং উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পুঠিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী বাস্তবায় করে। গত কাল ১৫ডিসেম্বর শিশু কিশোরদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। বিজয় দিবসের সুর্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এর পর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পর সকল সরকারী বেসরকারী স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। রবিবার সকাল সাড়ে ৯টার সময় পুঠিয়া পিএনর সরাকারী হাইস্কুল মাঠে পুলিশ, আনছার ও ভিডিপি, বি,এন,সি,সি, স্কাউটস, গার্লস গাইড, স্কুল কলেজে ও
মাদ্রাসার শিক্ষার্থী এবং অন্যান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও পুঠিয়া অডিটোরিয়াম হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনার ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহামুদের সভাপতিত্বে “সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ“শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকালে ৪টার সময় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধায় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রমাণ্য চলচিত্র প্রদর্শনী আলোচান সভা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খবর ২৪ ঘন্টা/এমকে