খবর২৪ঘণ্টা ডেস্ক: নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বিএনপির সাবেক নেতা শমসের মবিন চৌধুরী। তিনি এবার সিলেট-৬ আসনে বিকল্পধারা বাংলাদেশ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করছিলেন। নির্বাচন থেকে সরে গিয়ে ওই আসনের মহাজোট প্রার্থী নুরুল ইসলাম নাহিদকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শমসের মবিন আজ রোববার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বলেন, মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি প্রচারণা থেকে সরে দাঁড়াচ্ছেন।
শমসের মবিন ২০১৫ সালে বিএনপির ভাইস-চেয়ারম্যান থাকা অবস্থায় রাজনীতি থেকে সরে গিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার আগ দিয়ে গত ২৬ অক্টোবর তিনি বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য হিসেবে যোগ দেন। পরে সিলেট-৬ আসন থেকে তিনি দলীয় মনোনয়ন গ্রহণ করেন। স্থানীয় রিটার্নিং অফিস থেকে দলীয় ‘কুলা’ প্রতীকও বরাদ্দ পেয়েছিলেন তিনি।
আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে রয়েছে বিকল্পধারা। এই জোট থেকে নৌকা প্রতীকে ওই আসন থেকে লড়ছেন বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
খবর২৪ঘণ্টা, জেএন