চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ইউএনও ফিরোজ হাসান ছুটির ঘন্টা বাজিয়ে উন্নত প্রশিক্ষণে অষ্ট্রোলিয়া যাওয়ায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের আয়োজনে সোমবার ইউএনও অফিসে বেলা ১১টার দিকে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। চলতি বছরের ১৫ মে ইউএনও হিসেবে ভোলাহাটে যোগদান করেন ফিরোজ হাসান। অল্প দিনে ভোলাহাটে দক্ষতার সাথে সাদাকে সাদা ও কালোকে কালো বলে অল্প দিনে অনেক পরিবর্তন করেছেন তিনি। কর্মঠ এ ইউএনও বাল্যবিয়ে, মাদকসহ সমাজের নানা অপরাধমূলক কর্মকান্ড নিজে দমনের চেষ্টা করে সফলও হয়েছেন। উপস্থিত বক্তা উপজেলা প্রকৗশলি মন্জুর এ মাওলা, সমবায়, মাধ্যমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, আরডিও,মুক্তিযোদ্ধা ও সাংবাদিক, রাজনীতিকেরা এ সব কথা বলেন। ভোলাহাট উপজেলাবাসির আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন বিদায়ী ইউএনও’র কাছে ক্ষামা চান এবং তিনি যেখানেই থাকবেন ভালো থাকবেন ও ভোলাহাটের উন্নয়নের কথা ভাববেন বলে জানান। এ দিকে বিদায়ী ইউএনও ফিরোজ হাসান আবেগ আপ্লুত হয়ে তার বক্তব্যে বলেন, ভোলাহাটে বিভিন্ন প্রকার কাজ করে সকলের সহযোগিতা পেয়েছেন। তিনি চেষ্টা করেছেন নাগরিকদের নাগরিক সুবিধা দেয়ার। তারপরও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা চান তিনি। ভোলাহাটবাসির জন্য তার দোয়া রইবে বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/রখ