নিজস্ব প্রতিবেদক :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) আয়োজনে দিনব্যাপী নানা কমসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছিল প্রথম প্রহরে (শনিবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শহীদ মিনারে রামেবি উপাচার্যের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ১০টায় অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে
বিজয় দিবসের আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। রামেবি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএমএ হুরাইরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন রামেক কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ও রামেবির প্রিভেন্টিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রামেবির কলেজ পরিদর্শক ডা. রাগিব আহসান, রাজশাহী নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেফালী খাতুন ও শিক্ষক এলিজাবেথ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামেবির সেকশন অফিসার জামাল উদ্দীন। এতে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক এবং রামেবির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। মোবাইল ফোনে আলোচনা সভায় বক্তব্য দেন রামেবির উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব।