নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস-২০১৮ পালিত হচ্ছে। বিজয় দিবস উপলক্ষে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী সংস্থা বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায়
দোয়া মাহফিল। রোববার সকাল থেকে থেকেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে স্বাধীনতা লাভ করে বাংলাদেশের মানুষ। দেশ পায় একটি লাল-সবুজের পতাকা। বিশ্বের দরবারে বাংলাদেশ পরিচিতি পায় স্বাধীন রাষ্ট্র হিসেবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে