নাটোর প্রতিনিধি: নাটোর জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চুকে গ্রেফতার ও সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র কাজী শাহ অালম অাটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের হাফরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার ও আটক করা হয়। নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সৈকত হাসান গ্রেফতার ও আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহিদুল ইসলাম বাচ্চু একটি মামলার পরোয়ানাভুক্ত আসামী হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তবে নাটোর পৌরসভার সাবেক মেয়রকে কেন আটক করা হয়েছে তা জানাতে পারেননি । উল্লেখ্য, নাটোর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অবর্তমানে সাধারণ সম্পাদক আমিনুল হককে নিয়ে শহিদুল ইসলাম বাচ্চুই দল পরিচালনা করে আসছেন। মোঃ রাশেদুল ইসলাম নাটোর
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।