তানোর প্রতিনিধি :
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নির্বাচনী এলাকা তানোরে গণসংযোগ করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির প্রার্থী ব্যারিষ্টার আমিনুল হক। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তানোর উপজেলার বিভিন্ন সাতপুকুরিয়া, মুন্ডমালা পৌর এলাকা, মুন্ডমালা বাজার, তানোর উপজেলার তালন্দসহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন। দুপুরে মুন্ডমালা উত্তরপাড়ায় জুম্মার নামায শেষে পৌর বিএনপির সাধারন সম্পাদক ফিরোজ কবিরের বাড়ির সামনে পথসভা করেন ব্যারিষ্টার আমিনুল। পথসভায় তিনি বলেন, ১৯৯১ সালে প্রথম নির্বাচনে জয়ী হওয়ার পর উপজেলাবাসীর দাবি ছিল রাস্তার। সবার দাবি পুরণ করে রাস্তার নির্মাণ করে দিয়েছে। পর পর
তিনবার ২০০১ সালের নির্বাচনেও এলাকাবাসী আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন। এলাকাবাসীর উন্নয়নের জন্য কাজ করেছি আমি। সন্ধ্যার পরে তিনি তানোর পৌরসভায় চারটি পথসভা করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক , উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মেয়র মিজানুর রহমান , তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান ইউপি বিএনপির সভাপতি মমিনুল হক মমিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান
বিএনপি নেতা কামরুজ্জামান হেনা, জাতীয়তাবাদী সংগ্রামী দলের উপজেলা সভাপতি আব্দুল মালেক , মুন্ডমালা পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান সাধারন সম্পাদক ফিরোজ কবিরসহ উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদলের শতশত নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নেতাকর্মীরা ব্যারিষ্টার কাছে পেয়ে ব্যাপক উৎসাহ দেখান। সবার মধ্যে এক আমেজ সৃষ্টি হয়। পথসভা ও গণসংযোগের সময় তার সাথে ব্যাপক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর