1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জানয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা স্পোর্টস ডেস্ক: প্রতিপক্ষকে দুইশ রানের নিচে আটকে রেখে ৪০ ওভারের আগেই জয় তুলে নিলো বাংলাদেশ। ৮ উইকেটে দাপুটে এই জয়ের মাধ্যমে আরো একটি সিরিজ জিতল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়ে এই গৌরব অর্জন করল টাইগার বাহিনী।

শুক্রবার সিলেটে সিরজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সফরকারীদের দেয়া ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৫ রান তোলে বাংলাদেশ। লিটন দাস ২৩ রান করে আউট হয়ে যাওয়ার পর তামিম ইকবালের সাথে জুটি বাধেন সৌম্য সরকার। আর এই জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাদের লড়াই করার মতো পুঁজিও ছিলো না। তবু বোলাররা আশা জাগিয়েছিলেন শুরুতে লিটন দাসকে তুলে নিয়ে, কিন্ত সৌম্য-তামিমের ব্যাট তাদের সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি।

দুই বামহাতি ব্যাটসম্যানের জুটিতে বাংলাদেশ পেয়েছে ১৩১ রান। তামিম স্বভাবসূলভ ধীর গতিতে খেললেও সৌম্য ছিলেন আক্রমণাত্মক। পড়ে ক্রিজে এসেও ছাড়িয়ে যান তামিমকে। ৮১ বলে ৮১ রান করা সৌম্যকে বোল্ড করে ক্যারিবীয় পেসার পল কেন পকেট দেখিয়েছেন তিনিই ভালো জানেন, কারণ ম্যাচ তো ততক্ষণে আসলে বাংলাদেশর পকেটে ঢুকে গেছে। সৌম্যর ইনিংসে ছিলো সমান ৫টি করে চার ও ছক্কা। এরপর মুশফিককে নিয়ে বাকি কাজটুকু সেরেছেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন ১০৪ বলে ৮১ রান করা তামিম। মুশফিক অপরাজিত ছিলেন ১৬ রানে। ৩৯তম ওভারের তৃতীয় বলে জয় সূচক রান তুলেছে বাংলাদেশ।

এর আগে এই ম্যাচে টস জিতে ক্যারিবীয়দের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। যথারীতি এক প্রান্তে পেস, আরেক প্রান্তে স্পিন দিয়ে শুরু হয় বোলিং আক্রমণ। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। দলীয় ১৫ রানে ওপেনার হেমরাজকে তুলে নেন মিরাজ। কিছুক্ষণ পর তার দ্বিতীয় আঘাত, এবার তুলে নেন ড্যারেন ব্রাভোকে। এরপর আর দাড়াতে পারেনি দলটি। স্কোর বোর্ডে দলীয় সেঞ্চুরি হওয়ার আগেই অর্ধেক উইকেট শেষ।

তবে একপ্রান্তে নির্ভরতার প্রতীক হয়ে ছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শেই হোপ। সতীর্থদের আশা যাওয়ার মিছিলের মধ্যেও তিনি দাপটের সাথে ব্যাটিং করেছেন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। টপ অর্ডারের মতো লেট অর্ডারের ব্যাটসম্যানরাও ক্রিজে থিতু হতে পারেননি। যার ফলে নির্ধারিত ৫০ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৯ উইকেটে ১৯৮ রান। হোপ অপরাজিত ছিলেন ১৩১ বলে ১০৮ রান করে। তার ইনিংসে ছিলে ৯টি চার ও একটি ছক্কা।

বাংলাদেশী বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা ২টি করে উইকেট নিয়েছেন।

এই জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে পরাজিত করে টেস্টের পর ওয়ানডে সিরিজও জিতল বাংলাদেশ।

ম্যান অব দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজ

ম্যান অব দ্য সিরিজ শেই হোপ

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST