নাটোর প্রতিনিধি: নাটোরে একটি বেসরকারী হাসপাতালের ছাদ থেকে ওই হাসপাতালের নারী ম্যানেজার মিতা খাতুনের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের চকরামপুর এলাকার জেনারেল হাসপাতালের একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিতা খাতুন জেলার নলডাঙ্গা উপজেলার নশরতপুর গ্রামের লাল মহম্মদের মেয়ে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত শুক্রবার সকাল ৬টার দিকে হাসপাতালের মূল গেটের তালা খুলে দিয়ে মিতা তার রুমে চলে যায়।
এরপর সকাল ১০টার দিকে হাসপাতালের রোগীর স্বজনরা গলাকাটা অবস্থায় মিতা খাতুনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল হাসনাতসহ গোয়েন্দা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।