1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
বাংলাদেশে নিউজ পোর্টাল-ওয়েবসাইট বন্ধের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

বাংলাদেশে নিউজ পোর্টাল-ওয়েবসাইট বন্ধের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: বাংলাদেশে অতি সম্প্রতি বেশ কয়েকটি নিউজ পোর্টাল এবং ওয়েবসাইট সরকার বন্ধ করে দেয়ার ঘটনায় শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রতিবাদ এবং নিন্দা জানান হচ্ছে। খবর ভয়েস অব আমেরিকার।

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টারস উইদাউট বর্ডারস- আরএসএফ এক বিবৃতিতে বাংলাদেশে ৫৪টি নিউজ পোর্টাল এবং ওয়েবসাইট বন্ধ করে দেয়ার সরকারি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। গণমাধ্যমের ওপর সরকারের এ ধরনের নিষেধাজ্ঞা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করবে বলে আরএসএফ সতর্ক করেছে।

নিউজ পোর্টাল এবং ওয়েবসাইট বন্ধ করা নিয়ে ভয়েস অব অামেরিকার সাথে কথা বলেছেন দি নিউজ টুডের সাবেক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ এবং বিশিষ্ট আইনজীবী ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওমর সাদাত। রিয়াজউদ্দিন আহমেদ আশা প্রকাশ করেছেন সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং নিউজ পোর্টাল গুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

ব্যারিস্ট্রার ওমর সাদাত বলেন, বাংলাদেশের সংবিধানে বাক স্বাধীনতা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। তাঁরা বলেছেন, গনমাধ্যমের স্বাধীনতা খর্ব হয় এমন কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত থাকতে হবে। অন্যথায় নির্বাচনের সময় তথ্য বিভ্রাটের কারনে দেশে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে যা দেশ এবং জাতির জন্য শুভ হবে না বলে তাঁরা মন্তব্য করেছেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST