খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর শেরেবাংলানগর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম মো .তায়্যিবুল ইসলাম (৩০) ও শাকিবুল ইসলাম (২৫)। পুলিশ চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেছে।
শেরেবাংলা নগর থানার এসআই ফজলুল হক জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেলে করে ওই দুই আরোহী মিরপুরের দিক থেকে শ্যামলীর দিকে আসছিলেন। এসময় একই দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান হৃদরোগ হাসপাতালের সামনে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তায়্যিবুল নিহত হন।
খবর পেয়ে পুলিশ দ্রুত অপর আরোহী শাকিবুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ গাড়িটির চালক মনির হোসেনকে (৩২) কাভার্ডভ্যানসহ থানায় আটক রেখেছে।
খবর২৪ঘণ্টা, জেএন