নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানার উদ্যোগে দুঃস্থ নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুুপুরে শাহমখদুম থানা চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ নারীদের হাতে কম্বল তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহমখদুম জোনের সহকারী পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম ও শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ। ওসি জানান, ১০০ জন নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
খবর ২৪ ঘন্টা/এমকে