বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘায় কর্ম সৃজন প্রকল্পে কাজে যাওয়ার সময় ভুটভটির ধাক্কায় পড়ে গিয়ে ওই ভুটভটির চাকায় পিষ্ট হয়ে মাজদার (৪৫) মাল নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় বাঘা হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিক মাহমুদ তার মৃত্যু নিশ্চিত করেন। সে উপজেলার বাজিতপুর (বেলগাছি) গ্রামের সায়েদ মালের ছেলে। বুধবার উপজেলার চন্ডিপুর বাজারের পূর্বে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুটভটি ফেলে পালিয়ে যায় চালক।
স্থানীয় হাবিবুর জানান, সকাল ৮টায় কাজে যাচ্ছিল মাজদার। এ সময় বাজার এলাকার মোড়ে ভটভটির ধাক্কায় চাকার নীচে পড়ে মাথায় লেগে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।
খবর ২৪ঘণ্টা/ নই