1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর বেশির ভাগ উন্নয়ন বিএনপির আমলে হয়েছে: রাবিতে পথসভায় মিনু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

রাজশাহীর বেশির ভাগ উন্নয়ন বিএনপির আমলে হয়েছে: রাবিতে পথসভায় মিনু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
রাবির পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু

নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩০ তারিখ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পথ সভা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাংসদ রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। । পথসভায় মিনু প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ড. শামসুজ্জোহার রুহের মাগফেরাত কামনা করে তার বক্তব্যে বলেন, এই নির্বাচন গণতন্ত্রকে রক্ষা করার নির্বাচন। ক্ষমতাসীনরা রাজশাহীর উন্নয়নে ধারা নষ্ট করে রাজশাহীকে মাদকের রাজ্যে পরিণত করেছে। এছাড়াও রাজশাহী, রংপুর, খুলনাসহ অন্যান্য বিভাগে এই সরকার বৈষম্যমুলক আচরণ করে কোন প্রকার উন্নয়ন করেনি। মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট ও দুর্নীতি করে বিদেশে বাড়ি গাড়ি ক্রয় করেছে। তিনি আরো বলেন, রাজশাহীতে যত উন্নয়ন হয়েছে বিএনপি’র আমলে হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে যত উন্নয়ন বিএনপি’র সময়ে হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পুণরায় রাবি’র উন্নয়নে প্রকল্প প্রণয়ন করা হবে বলে জানান মিনু।মিনু আরো বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকারের নির্বাচনের ন্যায় এই

নির্বাচনে ভোট জালিয়াদি ও কারচুপি করার ষড়যন্ত্র করছে। ইতোমধ্যে বিএনপি’র নির্বাচনী অফিস ভাঙ্গচুর করা হয়েছে। এছাড়াও নিয়ম বর্হিভূতভাবে মহাজোটের প্রার্থী সারা শহরে ব্যানার, পোস্টার ও লিফলেট টাঙ্গিয়েছে বলে তিনি অভিযোগ করনে। এছাড়াও তারা বিএনপি’র বিরুদ্ধে মিথ্যাচার করছে। এই অবৈধ সরকারের অবৈধ নেতাকর্মীদের মিথ্যা কথায় কর্ণপাত না করে দেশকে রক্ষায় এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুণরুদ্ধারে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। সেইসাথে ভোট কেন্দ্র কঠোরভাবে পাহারা দেওয়ার জন্য উপস্থিত নেতৃবৃন্দদের নির্দেশ প্রদান করেন মিনু। প্রিয় নেতাকে কাছে পেয়ে ধানের শীষের পক্ষে মুহুর মুহুর স্লোগান দেন তারা। বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রফেসর ড. শহীদ শামসুজ্জোহার মাজার জিয়ারত করেন। এরপর তারা বিশ^বিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ^বিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর কে বি এম

মাহবুবুর রহমান, প্রফেসর সিএম মোস্তফা, সাদা দলের আহবায়ক প্রফেসর ড. এনামুল হক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মামুনুর রশিদ, প্রফেসর শামসুল আলম সরকার, প্রফেসর ড. এনামুল হক, প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. শাহেদ জামান, সিন্ডিকেট সদস্য প্রফেসর আব্দুল আলিম, প্রফেসর সাইদুর রহমান পান্না, ডীন প্রফেসর সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর শামসুজ্জোহা, প্রচার সম্পাদক প্রফেসর মাসুদুল হাসান খান মুক্তা, রাবি অফিসার সমিতির সাবেক সভাপতি ডাক্তার মাসিউল আলম বাবু, সভাপতি ডাক্তার শামীম হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ধানের শীষের প্রার্থীর রাবি নির্বাচন পরিচালনা কমিটির জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষেদের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ অন্যান্য শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ

খবর ২৪ ঘন্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST