নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি প্রার্থী এ্যাড. নাদিম মোস্তফার প্রচার মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে।মঙ্গলবার দুপুরে পুঠিয়ার বিড়ালদহ মাজারের কাছে এ ঘটনা ঘটে। নেতাকর্মীরা অভিযোগ করে জানান, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রার্থী নাদিম মোস্তফার নেতৃত্বে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচার মিছিল করছিলো। এ সময় প্রচার মিছিলটি বিড়ালদহ মাজারের কাছে পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে প্রচার
মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পরে নেতাকর্মীরা দিক-বিদিক ছুটাছুটি করে চলে যায়। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শাকিল উদ্দিন লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির প্রার্থীকে শোডাউন করতে নিষেধ করা হয়েছিল। তারপরও তারা শোডাউন করছিল। তা নিষেধ করা হয়েছে। শোডাউন করার কথা নির্বাচনী আচরণ বিধিতে নেই। তারপরও তারা কেন করবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
খবর ২৪ ঘণ্টা/আরএস