1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ধানের শীষের পক্ষে কাজ করুন: বাগমারায় এমপি প্রার্থী হেনা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

ধানের শীষের পক্ষে কাজ করুন: বাগমারায় এমপি প্রার্থী হেনা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

বাগমারা প্রতিনিধি:
বাগমারায় সাবেক সংসদ সদস্য বলেছেন, এবারের নির্বাচন হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। সব ভয়ভীতি দুর করে সাবইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচনে বিজয়ী হয়ে আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আনব। আগামী দিনের প্রধান রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে সকল ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ঝাপিয়ে পড়তে হবে এবং যে কোন কারচুপি ও ভোট ডাকাতি রোধ করার জন্য ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। তিনি আরো বলেন, দলীয় বিবেচনায় প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হলে এটা মেনে নেওয়া হবে না। এব্যাপারে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এখনই প্রিজাইডিং ও পোলিং অফিসার নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ করতে হবে। তিনি কর্মী সভায় নেতা কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, নিজ নিজ অবস্থান থেকে ধানের শীষের পক্ষে কাজ করুন। ভেদা-ভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যুবদল,

ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। যথা সময়ে সবাইকে মূল্যায়ন করা হবে। গতকাল সোমবার বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে বৈকালে কর্মী সভায় তিনি এসব কথা বলেছেন। সভায় ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন প্রাং। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, পৌর বিএনপির সম্পাদক কাউন্সিলর জিল্লুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম বাবু, যুবদল নেতা জয়নাল আবেদীন, আফজাল হোসেন, শাহাদত, আলাল, নূরুল ইসলাম, রুবেল, জিল্লুর রহমান, স¤্রাট, মুকুল বোস, ছাত্রদল নেতা মামুন, উজ্জল প্রমুখ।

এদিকে সোমবার প্রচার প্রচারণার প্রথম দিনেই ধানের শীষ প্রতীকের পোষ্টার, বিভিন্ন জায়গা থেকে উঠানো হচ্ছে। এ নিয়ে স্থানীয় নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দেয়াল লিখন এখনও উপজেলার বিভিন্ন জায়গাতে রয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা প্রচার প্রচারণার শুরুতেই বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে। উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাট গাঙ্গোপাড়া, শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী আবু হেনার পোষ্টার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST