নিজস্ব প্রতিবেদক :
চলতি মাসের ৩০ তারিখ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সকালে প্রার্থীদের মার্কা প্রদান করেন রাজশাহী রিটানিং অফিসার এস এম আব্দুল কাদের। মার্কা প্রদানের পূর্বেই ক্ষমতাসীন দলের প্রার্থী নগর জুরে পোস্টার, ব্যানার ও ফেস্টুন বিভিন্ন স্থানে টাঙ্গিয়ে দেয়। কিন্তু বিএনপি প্রার্থীর কর্মীরা মার্কা পাওয়ার পর থেকে পোস্টার, ব্যানার ফেস্টুন নগরীর বিভন্ন স্থানে টাঙ্গানো শুরু করে। এখন সারা নগর অনেকাংশে ছেয়ে গেছে। রাতের মধ্যে সকল স্থান ছেয়ে যাবে। নগরীর বিভিন্ন এলাকায় স্ব-স্ব প্রার্থীর পক্ষে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙ্গাতে দেখা যায়। গত সিটি নির্বাচনের ন্যায় ক্ষমতাশীন জোটের মনোনীত প্রার্থী নগরীর বেশীরভাগ স্থান দখল করে তার প্রচারণার উপকরন সমুহ টাঙ্গিয়ে দিয়েছে।
তবে যাই হোক গতকাল থেকে প্রচার প্রচারনা শুরু হওয়ায় ধানের শীষ এবং নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান সমৃদ্ধ মাইকিং করতে দেখা যায়। ইতোমধ্যে তারা পাড়া মহল্লায় প্রার্থীর পক্ষে মাইকিং শুরু করেছে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসব মুখর পরিবেশ লক্ষ করা যাচ্ছে। তবে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবেন কিনা সে বিষয়ে সংশয়ও প্রকাশ করছেন। এ নিয়ে মতভেদও রয়েছে অনেক ভোটারের মধ্যে। তবে ভোটারগণ বলছেন তারা তাদের নিজের ভোট প্রদান করবেন। যাকে যোগ্য মনে করেন তাঁকে ভোট দেবেন বলে জানান জালাল উদ্দিন নামে এক প্রবীন ভোটার।
খবর ২৪ ঘণ্টা/এমকে