খবর ২৪ ঘণ্টা ডটকম: প্রেস বিজ্ঞপ্তি ,বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০১৮ পালন উপলক্ষ্যে “যৌন নিপীড়ন ও ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ” এই শ্লোগানকে সামনে রেখে ১০ ডিসেম্বর’২০১৮ বিকাল ৩.০০টায় মুক্তিযুদ্ধ পাঠাগারে এক আলোচনা সভা ও পক্ষ সমাপনীসভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী ও কেন্দ্রীয় সদস্য কল্পনা রায়।
তিনি বলেন, আজ ৭০তম বিশ^ মানবাধিকার দিবস। বাংলাদেশ মহিলা পরিষদ প্রতি বছর এই যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে আসছে। ১৯৪৮সালে ১০ডিসেম্বর জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মতিক্রমে সার্বজনীন মানবাধিকার সনদ গৃহীত হয়। এরপর থেকে বিশ^ব্যাপী জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো যথাযথ মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবসটি পালন করে আসছে। আমরা ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০১৮ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে তা বাস্তবায়িত করে থাকি।
এবার ২৫ নভেম্বর’১৮ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পক্ষ উদ্বোধন করা হয়। এবং যৌন নিপিড়ন ও ধর্ষণের ঘটনা প্রতিরোধ ও দ্রুত বিচারের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিসহ বিভিন্ন কলেজে,পাড়া-মহল্লায় ও তৃর্ণমূলে যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে, দেওয়ালে পোস্টার লাগানো ও লিফলেট বিতরণ আলোচনা সভা,পাঠচক্র,প্যারালিগ্যাল প্রশিক্ষন, মতবিনিময় সভা ইত্যাদি কার্যক্রম বাস্তবায়িত করেছি। আজ এই সভার মাধ্যমে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সমাপ্তি ঘোষনা করছি।
সভাটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ, প্রশিক্ষক সম্পাদক সেলিনা বানু, জেলা মহিলা পরিষদের, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক অনুসূয়া সরকার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আমাদের অধিকার জানবো এবং অন্যদের অধিকার খর্ব করবনা। মানুষ যেখানে থাকতে স্বচ্ছন্দ বোধ করে, তাকে সেখানে থাকা উচিত অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে।
এই সভায় মোট ২৫ জন উপস্থিত ছিলেন।
খবর ২৪ঘণ্টা/ নই