গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে নিজাম উদ্দীন নামের এক যুবক কে ১ টি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোদাগাড়ী শহিদ ফিরোজ চত্ত্বরের রাজশাহী বাসস্টান্ড হতে তাকে আটক করা হয়। সে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ হতে এক যুবক অস্ত্র নিয়ে নাটোরের উদ্দেশ্যে যাব। আমার পূর্ব হতে ওত পেতে গোদাগাড়ীতে অপেক্ষা করতে থাকি এসআই শহিদ, এসআই ওসমান গণসহ সঙ্গিয় ফোর্স।আকটকৃত অস্ত্র বহণ কারী সোনামসজিদ হতে চাঁপাই নবাবগঞ্জ শহরে এসে বাস বদল করে গোদাগাড়ীতে নামে। সেখান হতে পুনারয় বাস যোগে নাটোরের উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষ করতে থাকে। এই সময় আমরা তার দেহ তল্লাসী চালালের জ্যাকেটের পকেটা থাকা একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করি।
সে সোনামসজিদ এলাকার মাদক ও অস্ত্র ব্যবসায়ী আলালের নিটক হতে পিস্তল নিয়ে নাটোরের বাইপাশে লেনদেন করতেন বলে জানান।
এই ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় অন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে রাজশাহী জেলাডিবি পুলিশের ওসি মোঃ আতাউর রহমান জানান।
খবর ২৪ঘণ্টা/ নই