খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি মারলেন ডেভিড ওয়ার্নার। ঘরের মাঠে এ সেঞ্চুরিতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
মেলবোর্নে আজ চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেয় ওজিরা। ওপেনিংয়ে নেমে ক্যারিয়ারের ২১তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন ওয়ার্নার। যার মধ্যে ১৫ সেঞ্চুরিই ঘরের মাঠ থেকে পেয়েছেন তিনি।
১২৯ ইনিংসে টেস্টে ৬ হাজার রান ঝুলিতে পুরেছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার হয়ে এই মাইলফলকে পৌঁছতে চতুর্থ দ্রুত ব্যাটসম্যান তিনি। টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের মধ্যে ১৪তম অবস্থানে রয়েছেন ওয়ার্নার। ১৩ হাজার ৩৭৮ রান নিয়ে তালিকার নাম্বারওয়ান রিকি পন্টিং।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ অ্যাশেজে ৩-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। অর্থাৎ আগেই সিরিজ নিজেদের দখলে নিয়েছে স্মিথরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ