নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুটি আসনে বিএনপির দলীয় চুড়ান্ত মনোনয়ন জমা দিয়েছেন আবু হেনা ও অধ্যাপক নজরুল ইসলাম। রোববার দুপুরে রাজশাহী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের কাছে রাজশাহী-৪ বাগমারা আসন থেকে দলীয় মনোনয়ন জমা দেন সাবেক এমপি আবু হেনা ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) থেকে জমা দেন অধ্যাপক নজরুল ইসলাম। তবে আপিল করে জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা মনোনয়ন ফিরে পাওয়ায় নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে। ৭ ডিসেম্বর নজরুলকে দলীয় চুড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। এ সময় তাদের সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে