খবর২৪ঘণ্টা ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরসৌম এলাকায় ছেলে হাতে ব্যবসায়ী বাবা খুন হয়েছেন।
নিহত হলেন- ওই এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী আব্দুল হাই (৫৫)।
আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজীব চক্রবর্তী গণমাধ্যমকে জানান, উপজেলার উত্তরসৌম এলাকায় বাড়ির সঙ্গে রড সিমেন্টের দোকান ব্যবসা করতেন আব্দুল হাই। হৃদয় (২০) নামে তার মানসিক ভারসাম্যহীন এক ছেলে রয়েছে। ওই ছেলেকে রিহাব সেন্টার দেবে বলে ছেলে হৃদয় শুনতে পারে। প্রতিদিনের মতো রাতে আব্দুল হাই ঘুমিয়ে পড়েন।
একপর্যায়ে ভোর সাড়ে ৪টার দিকে তার ছেলে হৃদয় ওজন মাপার ৫ কেজি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে ও পেটসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে। পরে আব্দুল হাইকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চক্রবর্তী আরও জানান, খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে হৃদয়কে আটক করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন