নিজস্ব প্রতিবেদক :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ সদর আসন থেকে দলীয় একক চুড়ান্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ও রাজশাহী-৩ আসন থেকে চুড়ান্ত মনোনয়ন জমা দিয়েছেন এ্যাড. শফিকুল হক মিলন। শনিবার বিকেলে রাজশাহী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। মনোনয়ন জমা দেওয়ার পর মিজানুর রহমান মিনু সাংবাদিকদের কাছে অভিযোগ অভিযোগ করেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি’র এমপি প্রার্থী জনপ্রিয় নেতা আবু সাইদ চাঁদ জামিনে বের হয়ে আসার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ওই আসনের সাংসদ শাহরিয়ার আলমের নির্দেশে বারবার জেলগেট থেকে গ্রেফতার হচ্ছে। যা খুবই অমানবিক। আবু সাইদ চাঁদকে দ্রুত সময়ের মধ্যে মুক্তির দাবি জানান। তিনি আরো বলেন, নির্বাচন পরিচালনার জন্য বাছাই করা কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে। নির্বাচনী যে লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার কথা সেটি এখন পর্যন্ত হয়নি। তারা ধানের শীষ প্রতীক নিয়ে এমপি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে