খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: চলে গেলেন চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা মঞ্জুর হোসেন। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি বনানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। মঞ্জুর হোসেন একাধারে অভিনেতা, পরিচালক, প্রযোজক ছিলেন। তার জন্ম ১৯৩৭ সালে। সে হিসেব অনুযায়ী তার বয়স হয়েছিল ৮১ বছর। মঞ্জুর হোসেন অভিনীত প্রথম সিনেমা ‘রাজধানীর বুকে’। এরপর তিনি ‘হারানো দিন’, ‘পয়সে’, ‘ধারাপাত’, ‘সাত রং’, ‘তালাশ’, ‘শীত বিকেল’, ‘বন্ধন’, ‘মিলন’, ‘কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘কাঞ্চন মালা’, ‘ছোট সাহেব’, ‘বাজানা’, ‘রূপবান’, ‘নয়ন তারা’, ‘তুম মেরে হো’, ‘কুলি’, ‘মুক্তি’, ‘সংসার’, ‘নোলক’, ‘শাহজাদী গুলবাহার’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেন। তার প্রযোজিত পরিচালিত দুটি সিনেমা হচ্ছে ‘সমাপ্তি’ ও ‘দুটি মন দুটি আশা’।
জীবনের শেষ সময়ে এসে মঞ্জ্রু হোসেন ব্যবসাতেই মগ্ন ছিলেন বেশি। রাজধানীর নবাবপুরে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অভিনয় না করলেও প্রায় সময়ই তিনি বিএফডিসিতে আসতেন। তবে বিগত প্রায় দুই বছর যাবত তাকে আর এখানে দেখা যায়নি।
খবর২৪ঘণ্টা, জেএন