খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: এক মডেলের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলেন বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং। বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ দুবাই থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সংযুক্ত আরব আমিরশাহি পুলিশ জানিয়েছে, এক ব্রাজিলিয়ান মডেলের করা অভিযোগের ভিত্তিতে মিকাকে গ্রেপ্তার করা হয়। ওই মডেল অভিযোগ জানান, গায়ক মিকা তার সঙ্গে অসভ্য আচরণ করেছেন। পাশাপাশি অশালীন ছবিও তুলেছেন মিকা। এমনই অভিযোগ মডেলের। তার অভিযোগের ভিত্তিতে একটি পার্টি থেকে গ্রেপ্তার করা হয় ভারতীয় এই গায়ককে। সেখানে তিনি পারফর্ম করছিলেন।
অভিযোগকারী ওই মডেলের বয়স ১৭ বছর। তিনি অভিযোগ জানিয়েছেন, মিকা সিং তাকে মিথ্যে প্রতিশ্রুতি দেন। বলেন, বলিউড ছবিতে ওই মডেলকে সুযোগ পাইয়ে দেবেন তিনি। পরিবর্তে তাকে তার কথা মতো কাজ করতে হবে। এরপরই ব্রাজিলিয়ান ওই মডেলের সঙ্গে অশালীন আচরণ করেন মিকা। এমনকী তার ছবিও তুলে রাখেন বলে অভিযোগ।
খবর২৪ঘণ্টা, জেএন