নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয় বিষয় নিয়ে পবা-মোহনপুর আসনে বিএনপি প্রার্থীবিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন নেতাদের সাথে মতবিনিময় সভা করেন। নওহাটা পৌরবাজারে নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর মেয়র শেখ মকবুল হোসেন। উপস্থিত ছিলেন আলাউদ্দিন আলো, পবা বিএনপি’র সাধারণ সম্পাদক খুশবর রহমান, জেলা বিএনপি’র সদস্য আবু হেনা কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামিনুর রহমান মুন, সাধারণ সম্পাদক কাজেম উদ্দিন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক রাইহানুর রহমান, পবা উপজেলা আহবায়ক শাহজাহান আলী, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মামুনুর সরকার জেড, জেলা যুবদলের সহ-সভাপদি সুলতান আহম্মেদ, মোহনপুর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাজেম আলী, জেলা যুবদলের সদস্য শাবীন আলম ও
মসিউর রহমান আশরাফ আলী, নওহাটা পৌর যুবদলের সভাপতি শাহীন আলী, যুগ্ম আহবায়ক সুজন মোল্লা ও মিলনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন এবং সেন্টার কমিটির এবং পরিচালনা কমিটির সাথে সমন্বয়করে কিভাবে এই নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা যাবে সে বিষয়ে মতবিনিময় হয়। এসময়ে মিলন বলেন, এই সরকার যে কোন মুল্যে তাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোট কারচুপি ও ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করবে। ভোট কেন্দ্র যেন সরকারী দল দখল করতে না পারে এবং জাল ও আগের রাতে যেন ভোট প্রদান করতে না পারে তার জন্য সেন্টার কমিটি ও নেতাকর্মীদের সজাগ থকার আহবান জানান। সেইসাথে দেশমাতার মুক্তির নির্বাচনে প্রয়োজনে রক্ত ঝড়িয়ে এবং পুলিশ ও
আওয়ামী দলীয় ক্যাডারদের ভয় না করে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। ১০ তারিখ থেকে প্রতিটি বাড়িতে ভোট চাওয়া এবং ধানের শীষের লিফলেট পৌঁছানোর জন্য নির্বাচনী মাঠে সকল নেতাকর্মীদের থার্কা পরামর্শ দেন মিলন। সভাপতির বক্তব্যে মকবুল হোসেন বলেন, এই নির্বাচন হচ্ছে বাঁচা মরার লড়াইয়ের নির্বাচন। পবা-মোহনপুর বিএনপি’র ঘাটি। এই ঘাটিতে কোনভাইে জোর করে আওয়ামী লীগকে ভোট প্রদান করতে দেওয়া হবেনা বলে তিনি উল্লেখ করেন। সেইসাথে সকল নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিৎ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে