খবর২৪ঘণ্টা, ডেস্ক: গাজীপুর সদর উপজেলায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরে হালডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, সকালে শহরের সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরে হালডোবা এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
খবর২৪ঘণ্টা.কম/জন