নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার অমিনুল হকের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। রোববার সকালে রাজশাহী-১ আসনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। সেই সাথে এ আসনের আরো ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রিটানিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের বলেন, তথ্য গোপনের অভিযোগেরাজশাহী-১ আসনে ব্যারিষ্টার আমিনুল হকসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। উল্লেখ্য, ব্যারিষ্টার আমিনুল হক বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একবার এমপি, একবার প্রতিমন্ত্রী ও ২০০১ সালের নির্বাচনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ আসন থেকে তার স্ত্রী আভা হকও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্যারিষ্টার আমিনুল হক রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে আপিল করবেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে