নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের ডিসেম্বর মাসের ৩০ তারিখ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর-৩ পবা-মোহনপুর আসন থেকে জাতীয় পার্টির মহানগরের সভাপতি সাহাবুদ্দিন বাচ্চুকে মহাজোট থেকে মনোনয়ন দেওয়ার দাবীতে শনিবার দুপুরে সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়। নগরীর বহরমপুর রেলওয়ে গেট সংলগ্ন জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সমেম্মলনে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু। অন্যদের মধ্যে মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি এ.বি সিদ্দিক পল্টু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজু ও সরদার জুয়েল, মোহনপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এ.কে আমিনুল হক, গোদাগাড়ী উপজেলা আহবায়ক ইকবাল হোসেন, পবা উপজেলা আহবায়ক মাওলানা ইয়াকুব আলী ও জাহানাবাদ ইউনিয়নের আহবায়ক নুরুল হুদাসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মিন্টু বলেন, সাহাবুদ্দিন বাচ্চু পবা-মোহনপুরবাসীর নিকট একজন জনপ্রিয় ব্যক্তি। তিনি দীর্ঘদিন থেকে অত্র এলাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বাচ্চুর এই কার্যক্রম দেখে দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বাচ্চুকে পবা-মোহনপুর থেকে মনোনয়ন দেওয়ার ঘোষনা দেন এবং মহাজোট প্রার্থী হওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু বাস্তবে তার উল্টো হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ধোকা দিয়েছে। সাহাবুদ্দিন বাচ্চুকে মহাজোট থেকে মনোনয়ন প্রদান না করলে জেলা ও মহানগর জাতীয় পার্টির সকল নেতাকর্মী একযোগে পদত্যাগ করবেন বলে সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারী দেওয়া হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে