খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সড়কের আশকোনা এলাকায় তাবলিগ জামায়াতের বিবাদমান দুইটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮ টার পর থেকে তাদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
একটি পক্ষ সড়কের একপাশে অবস্থান নেয়ায় উত্তরাগামী সড়ক বন্ধ হয়ে যায়। অপরদিকে আব্দুল্লাহপুরেও অবস্থান নিয়েছে আরেকটি পক্ষ। এতে করে মহাখালি থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সড়কের একপাশ দিয়ে এখন ধীরে ধীরে গাড়ি চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষই মুখোমুখি অবস্থান করছে। বিরাজ করছে তীব্র উত্তেজনা।
খবর২৪ঘণ্টা, জেএন