খবর২৪ঘণ্টা ডেস্ক: সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার (১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আশুলিয়ার পশ্চিম বাইপাইলে মোস্তফা দেওয়ানের মালিকাধীন একতলা বাড়ির একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন- আকরাম হোসেন, তার স্ত্রী লাবলী আক্তার ও ৮ বছরের ছেলে আশিকুর রহমান। তাদের গ্রামের বাড়ির ফরিদপুরের মধুখালীর উপজেলায়। দম্পতি দুজনই আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিক।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান, শনিবার ভোরে লাবলী রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পুরে ঘরে আগুন লেগে যায়।
এতে কক্ষে থাকা ওই শ্রমিক দম্পতি ও তাদের সন্তান দগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয়রা এসে তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খবর২৪ঘণ্টা, জেএন