নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ডিসেম্বর মাসের ৩০ তারিখ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং জাতীয় ঐক্য ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক জননেতা মিজানুর রহমান মিনু বুধবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করেন। রাজশাহী জেলা প্রসাশক অফিসে গিয়ে জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের হাতে মনোনয়নপত্র তুলে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপি’ন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সভাপতি মনিরুজ্জমান শরীফ, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। মনোয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মিনু বলেন, নির্বাচনের পরিবেশ এখনো নির্বাচন কমিশন তৈরী করতে পারেনি। এখনো বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও নতুন করে মামলা প্রদান করা হচ্ছে। সেইসাথে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন নতুন করে নিষেধাজ্ঞা জারী করছে। তবে যতই নিষেধাজ্ঞা বা অত্যাচার করা হোকনা কেন গণতন্ত্র পুণরুদ্ধার, বেগম জিয়ার মুক্তি ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে বিএনপি নির্বাচনী মাঠে থাকবে এবং প্রায় ২৫০ টি আসনে বিজয়ী হয়ে সংসদ গঠণ করবেন বলে জানান তিনি।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।