1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ঢাকায় পাকিস্তান হাই কমিশনে চুরির অভিযোগ, প্রতিবাদ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

ঢাকায় পাকিস্তান হাই কমিশনে চুরির অভিযোগ, প্রতিবাদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা, ডেস্ক: ঢাকায় পাকিস্তানি হাই কমিশনে চুরি হয়েছে এমন দাবি করে ঢাকায় ও ইসলামাবাদে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে জোরালো প্রতিবাদ পাঠিয়েছে পাকিস্তান। তাতে দাবি করা হয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা হাই কমিশনের কনসুলেট শাখায় প্রবেশ করে এবং সেখান থেকে বেশ কিছু কম্পিউটার চুরি করে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এ বিষয়ে তাদের জানা নেই। অন্যদিকে পুলিশের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, তারা বিষয়টি জানেন। তদন্ত চলছে। অনলাইন বিবিসি ও পাকিস্তানে ডেইলি টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছ। ডেইলি টাইমস লিখেছে, ঘটনার পর পরই হাই কমিশন তাৎক্ষণিকভাবে বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।

নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ ফয়সাল ডেইলি টাইমসকে বলেছেন, ঢাকায় উচ্চ নিরাপত্তামূলক এলাকায় অবস্থিত পাকিস্তানের হাই কমিশন। সেখানে চুরি হয়েছে। এটা পাকিস্তানের জন্য এক গভীর উদ্বেগের বিষয়। চুরি হওয়া কম্পিউটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। এটা বড় একটি ক্ষতির কারণ। তবে কনস্যুলেট থেকে অন্য কোনো মূল্যবান জিনিস চুরি যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে। পাকিস্তানের হাই কমিশনকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
এ সম্পর্কে বিবিসি লিখেছে, বাংলাদেশের ঢাকায় পাকিস্তানি হাইকমিশনে কম্পিউটার চুরি যাওয়ার বিষয়ে পাকিস্তানী পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশ সরকারের কাছে কঠোর প্রতিবাদ পাঠানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ঘটনাটি সাথে সাথেই

ঢাকায় স্থানীয় পুলিশকে জানানো হয়েছে এবং একটি এফআইআর নিবন্ধন করা হয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি জানিয়েছে এবং হাই কমিশনের নিরাপত্তা বাড়ানোর জন্যেও তারা সরকারকে অনুরোধ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানি হাই কমিশনের ভবন কূটনৈতিক এলাকায় অবস্থিত যা অত্যন্ত সুরক্ষিত এলাকা। এরকম একটি জায়গায় এভাবে চুরির ঘটনা বড় রকমের উদ্বেগের কারণ। ‘আমরা ঢাকা ও ইসলামাবাদে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। যেহেতু হাই কমিশনটি বাংলাদেশে তাই তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, পাকিস্তান হাই কমিশনে চুরির ব্যাপারে তাদের কিছু জানা নেই। তবে ঢাকায় কূটনৈতিক নিরাপত্তা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান বিবিসি বাংলাকে বলেছেন, চুরির এই ঘটনা সম্পর্কে তারা অবহিত আছেন। বিষয়টি এখন তদন্ত করে দেখা হচ্ছে।
ওদিকে, পাকিস্তানের চার্য দ্য অ্যাফেয়ার্স পররাষ্ট্রমন্ত্রণালয়ে রাষ্ট্রাচার প্রধানের সঙ্গে আধাঘন্টাব্যাপী বৈঠক করেন। তবে বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি।

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST