খবর ২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দল থেকে দলীয় মনোনয়ন না পেয়ে ঐক্যফ্রন্টের প্রার্থী হতে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিয়েছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী।
কৃষক শ্রমিক জনতা লীগে যোগদানের আগে লিয়াকত আলী জেলা পরিষদের সদস্যপদ থেকে এবং উপজেলা আওয়ামী লীগ থেকে গত রোববার পদত্যাগ করেন।
কালিহাতী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৪ আসনে বর্তমান সাংসদ হাসান ইমাম খান ছাড়া আরও তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন লিয়াকত আলী।
কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম লিয়াকত আলীর যোগদান এবং তাঁদের দল থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
লিয়াকত আলী বলেন, কয়েক বছর ধরে নিজ উদ্যোগে কালিহাতীতে কাজ করছি। প্রতিটি গ্রামে তাঁর শক্ত অবস্থান সৃষ্টি হয়েছে।
লিয়াকত আলী বলেন, আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ার পরও তাঁর অনুসারীরা তাঁকে নির্বাচন করার অনুরোধ করেন। তাঁদের অনুরোধে এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।