খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর) আসনে নৌকার কাণ্ডারি হচ্ছেন বর্তমান সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই এ কে আব্দুল মোমেন। রোববার আওয়ামী লীগ কার্যালয় থেকে এ কে আব্দুল মোমেনের নামে সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন চিঠি পাঠানো হয়।
এর আগে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হন আবুল মাল আব্দুল মুহিত। তিনি টানা ১০ বছর ধরে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, অর্থমন্ত্রী মুহিত ২০০১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়ে এম সাইফুর রহমানের কাছে পরাজিত হয়েছিলেন। ২০০৮ সালে সেই সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানকে হারিয়েই তিনি সিলেট-১ আসনের এমপি হন। সেই সঙ্গে হন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীও। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় এমপি নির্বাচিত হলে আবারো তাকে অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। দ্বিতীয় দফা মন্ত্রী নির্বাচিত হওয়ার প্রায় দুই বছর পরই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির পদ ছেড়ে দেশে চলে আসেন তারই ছোট ভাই ড. একে আবদুল মোমেন। তিনি দেশে ফিরেই সিলেটের রাজনীতিতে পথচলা শুরু করেন। ছোট ভাই ড. মোমেন ফিরে আসার পরপরই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেয়া শুরু করেন মুহিত। আর বয়সের কারণে রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথাও জানান।
অবশেষে রাজনীতির মাঠ থেকে বিদায় নিলেন ছোট ভাইকে রাজনীতির মাঠে উত্তরসূরি হিসেবে রেখে।
এমনকি রাজনীতির মাঠে উৎসাহিত করতে ছোট ভাই ড. এ কে আবদুল মোমেনকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম টাকাও দিয়েছিলেন অর্থমন্ত্রী।
সিলেট-১ আসনকে ‘ভিআইপি’ আসন বলা হয়। এখানে স্বাধীনতার পর থেকে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছেন, তারাই সরকার গঠন করেছে।
তবে মোমেনকে নৌকার টিকিট দিতে গিয়ে এবার এখানে বঞ্চিত করা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সিলেট সিটির সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে।
মনোনয়নপত্র হাতে পেয়ে আব্দুল মোমেন বলেন, ‘আমি দলের জন্য অনেক কাজ করেছি। প্রধানমন্ত্রী আমাকে রাজনীতিতে আসার জন্য বলেছিলেন। তিনি কথা রেখেছেন, আমাকে মনোনয়ন দিয়েছেন। আশা করি ভোটে জয়লাভ করে শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে পারব।’
এ কে আব্দুল মোমেন বর্তমানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।