খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রত্যেকটি যুদ্ধজাহাজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হবে। সম্প্রতি এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল।
কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ানোর পরিপ্রেক্ষিতে হুমকি মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই সমস্ত যুদ্ধজাহাজ, জটিল এবং ক্রমাগত বর্ধিত হুমকির মুখে তৎপরতা চালাবে বলেও ঘোষণা করেন তিনি। এছাড়া, অস্ট্রেলিয়া নয়টি যুদ্ধবিমান ২০২০ সালে মধ্যে তৈরি করবে বলে জানান তিনি।
মার্কিন লকহিড মার্টিন কর্পোরেশন এবং এসএএবি অস্ট্রেলিয়ার প্রযুক্তি ব্যবহার করে এই বিমান নির্মাণ করা হবে। এদিকে, ২৭০০ কোটি ডলার ব্যয়ে অস্ট্রেলিয়ার তিন যুদ্ধজাহাজ নির্মাণের জন্য ব্রিটেনের বিএই সিস্টেম, স্পেনের নাভানতিয়া এবং ইতালির ফিনাকোটিইরি প্রতিযোগিতার করছে। শেষ পর্যন্ত চুক্তি কার সঙ্গে হবে তা আগামী বছর ঘোষণা করা হবে বলে জানা যায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ