গোদাগাড়ী প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনের প্রার্থী হিসেবে সহকারি রিটানিং অফিসারের নিকট হতে মনোনয়ন উত্তোলন করেছেন বিএনপি-জামায়াতসহ ৪ জন প্রার্থী। মঙ্গলবার সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত গোদাগাড়ী উপজেলা প্রশাসনের কার্যালয় হতে মনোনয় ফরম উত্তোলন করেছেন।মঙ্গলবার বেলা ১২ টার দিকে গোদাগাড়ী- তানোর আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক ও তার স্ত্রী আভাহক। তাদের দুই জনের পক্ষ হতে বিএনপি দলীয় নেতাকর্মীরা মনোনয়ন উত্তোলন করেন। এর আগে গত ১৫ নভেম্বর মনোনয়ন উত্তোলন করেন জামায়াত ইসলাম হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং গত ১৯ নভেম্বর গোদাগাড়ী পৌর এলাকার সিএনবি মহল্লার এ্যাড. সালাহ উদ্দীন বিশ্বাস মনোনয়ন উত্তোলন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন, গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মশিউর রহমান।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।