খবর ২৪ ঘন্টা ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এ সভা অনুষ্ঠিত হবে।
এতে আইজি, জননিরাপত্তা বিভাগের সচিব, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সুপারদের (এসপি) উপস্থিত থাকতে বলা হয়েছে। রোববার এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
ইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেন, রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছে ইসি। তবে পুলিশ প্রশাসনকে সরাসরি কোনো নির্দেশনা দেয়নি কমিশন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কমিশন পুলিশের নীতিনির্ধারক পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।