নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে দুটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ নভেম্বর ও ১৬ নভেম্বর রাতে পৃথক অভিযান চালিয়ে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা তাদের আটক করে। আটককৃতরা হলো, কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া বোর্ডঘর এলাকার রইস উদ্দিনের ছেলে সাব্বির হোসেন (২০) ও গোদাগাড়ী থানার বিদিরপুর সাকপাল এলাকার মৃত গিয়াসের ছেলে গোলাম রসুল @ মোর্শেদ (৪৫)।নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম
জানান, নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ডিসকভার ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে সাব্বিরের দেওয়া তথ্য মতে গতকাল সোয়া ৩টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিদিরপুর এলাকা থেকে গোলাম রসুলকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ডিসকভার ১৩৫ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।