নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে রাস্তা ও ফুটপাত দখল করে বসা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদ অভিযানে নের্তৃত্ব দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাড়ের উপ-পুলিশ কমিশনার হেমায়েত উল্লাহ ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম।
নগরীর জিরোপয়েন্ট থেকে শুরু করে মনিচত্বর এবং সেখান থেকে গণকপাড়া পর্যন্ত দোকান উচ্ছেদ করা হয়।
ভবিষ্যতে যাতে তারা রাস্তা দখল করে না বসেন সে ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। এতে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল অংশ নেয়।
উল্লেখ্য, গতকাল শনিবার রাজশাহী থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল খবর ২৪ ঘণ্টায় ”সাহেব বাজারে রাস্তা ও ফুটপাত দখলের মহোৎসব” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদের পরই কর্তৃপক্ষের টনক নড়ে। তারপর এই উচ্ছেদ অভিযান চালানো হলো।
আরএমপির ট্রাফিক বিভাগের ডিসি হেমায়েত উল্লাহ বলেন, প্রাথমিকভাবে দোকান উঠিয়ে দেওয়া হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
খবর২৪ঘণ্টা/এমকে