1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী সদর আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম তুলেছেন মিনু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৯ মে ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

রাজশাহী সদর আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম তুলেছেন মিনু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনের বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে গতকাল দলীয় মনোনয়ন সংগ্রহ করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং জাতীয় ঐক্য ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক জননেতা মিজানুর রহমান মিনু। এই আসনে তাঁর সমকক্ষ বা তাঁকে টেক্কা দেওয়ারমত বিএনপি ও অন্যান্য দলের কেউ নাই। কারণ মিনুর দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবন রাজশাহী ও রাজশাহীবাসীর উন্নয়নে অতিবাহিত হচ্ছে। তিনি পর পর ২বার রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র ও একবার সংসদ সদস্য নির্বাচিত হন। সব মিলে তিনি মোট ১৭ বছর রাজশাহীবাসীর সেবা করেছেন। সেইসাথে এখনো সেবা অব্যাহত রেখেছেন। এমন কোন অবকাঠামো নাই যে, তিনি রাজশাহীতে করেন নি। রাজশাহীর উন্নয়নের রুপকার, গ্রীন সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি ও হেলদি সিটি গড়তে তিনি নিরলসভাবে কাজ করেন। এর ফলে তিনি বেশ কয়েকবার পুরস্কার

পান। এছাড়াও তিনি রাজশাহী সিটিকে আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন রাস্তা প্রসস্থকরণ, আধুনিক নগর ভবন নির্মান, রেলওয়ে ষ্টেশনের আধুনিকিকরণ, শিক্ষার উন্নয়নে মডেল স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিট ক্যাপাসিটি বৃদ্ধি, পোস্টাল একাডেমি ও ইমাম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। রাজশাহী টিভি স্টুডিও স্থাপন, আরডিএ মার্কেনট আধুনিকি করণ, নগরীর জানজট নিরসনে সিটি বাইপাস নির্মান, পার্কের বিভিন্ন ধরনের পশু পাখির ব্যবস্থা, জিয়া শিশুপার্ক নির্মানসহ নানাবিধ উন্নয়ন করেন। সেইসাথে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তিনি স্থাপন করেন। নগরীর জলবদ্ধতা নিরসনে মাস্টার ড্রেনসহ প্রতিটি পাড়ায় মহল্লায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করেন তিনি। সর্বপরি রাজশাহীতে যত প্রকার উন্নয়ন হয়েছে তা মিজানুর রহমান মিনুর হাতের স্পর্শেই হয়েছে। তাঁর সমকক্ষ কোন নেতা এখনো রাজশাহীতে হতে পারেনি বলে রাজশাহীবাসী মনে করেন। এদিকে রাজশাহী সদর আসন থেকে মিনুর মনোনয়ন উত্তোলণ করায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা যায়। তাদের এই প্রাণের নেতাকে বিজয়ী করতে জীবন বাজি রেখে ভোটের মাঠে থাকবেন বলে জানান একাধিক নেতা। এবিষয়ে বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু বলেন দীর্ঘদিন পরে বিএনপি ভোটের নামছে

এবং রাজশাহীবাসীর প্রাণের নেতা মিজানুর রহমান মিনু সদর আসন থেকে মনোনয়ন উত্তোলন করায় তারা উচ্ছোসিত ও আনন্দিত। তিনি তাঁর থানার সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে থাকবেন এবং বিপুল ভোটে তাঁদের নেতাকে বিজয়ী করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী বলেন, শতভাগ শ্রম দিয়ে তাদের নেতাকে বিজয়ী করবেন। সেইসাথে ভোটকেন্দ্র পাহাড়াসহ ভোট গণনা না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রে অবস্থান করবেন। সেইসাথে তাঁর এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে ভোটের মাঠে থাকবেন বলে জানান তিনি।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team