1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোর-১ আসনে নৌকার মাঝি হতে মনোনয়ন যুদ্ধে ২০ জন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৮ মে ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

নাটোর-১ আসনে নৌকার মাঝি হতে মনোনয়ন যুদ্ধে ২০ জন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার (৯ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন আওয়ামী লীগ। সোমবার (১২ নভেম্বর) পর্যন্ত চার দিনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হতে আওয়ামীলীগের ২০ জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় এবং তাদের মধ্যে অনেকে ইতিমধ্যে ফরম জমা প্রদান করেছেন এমন খবর নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য ও রাজশাহী বিভাগের মনোনয়ন বোর্ডের সদস্য আরিফুল ইসলাম উজ্জল।

এ আসন থেকে এ পর্যন্ত যাঁরা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তাঁরা হলেন, বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শামীম আহম্মেদ সাগর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা কর্নেল (অবঃ) রমজান আলী, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য সিলভিয়া পারভিন লেনি,

কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাজেদুর রহমান চাঁদ, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনিছুর রহমান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক

ইছাহক আলী, বাগাতিপাড়া উপজেলার সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির বন ও পরিবেশ বিষয়ক সদস্য আরিফুল ইসলাম উজ্জল,নাটোর জেলা কৃষক লীগের সভাপতি আঃ ওয়াহাব, নাট্যব্যক্তিত্ব রফিকুল ইসলাম বুলবুল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ বাবুল আক্তার,শিল্পপতি আনিসুর রহমান, এ্যাড.মনির উজ্জমান।

উল্লেখ্য, এ আসনে ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে ডা. আলা উদ্দিন বিজয়ী হন। দ্বিতীয় সংসদ নির্বাচনে আব্দুল মান্নান (বিএনপি) নির্বাচিত হন এবং সংসদের হুইপ নিযুক্ত হন।
১৯৮৬ সালে ৩য় সংসদ নির্বাচনে মমতাজ উদ্দিন (স্বতন্ত্র), ১৯৮৮ সালের ৪র্থ সংসদ নির্বাচনে নওশের আলী সরকার বাদশা (স্বতন্ত্র) নির্বাচিত হন। আর ৫ম থেকে ৭ম পর্যন্ত বিএনপির ফজলুর রহমান পটল নির্বাচিত হন এবং তিনি ৬ষ্ঠ ও ৭ম সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

এছাড়া ২০০৮ সালের নবম সংসদে আবু তালহা (জাতীয় পাটি) এবং ২০১৪ সালের দশম সংসদে বর্তমান এমপি আবুল কালাম (আওয়ামী লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

খবর২৪ঘণ্টা, /জেএন        

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team