1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
মনোনয়ন ফরম বেচে আ'লীগের আয় ১২ কোটি টাকা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৮ মে ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

মনোনয়ন ফরম বেচে আ’লীগের আয় ১২ কোটি টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরম বিক্রি করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয় হয়েছে প্রায় ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

৩০০ আসনের বিপরীতে দলটির মনোনয়নপ্রত্যাশীরা গত চার দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চার হাজার ২৩টি।

সোমবার (১২ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ তথ্য জানান।

৯ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন থেকে ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

টানা চার দিন ধরে আট বিভাগের জন্য পৃথক আটটি বুথ থেকে চার হাজার ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন আওয়ামী লীগ নেতারা।

মনোনয়ন বিতরণের শেষ দিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবারও মনোনয়ন জমা নেয়া হবে।

শেষ দিনে ঢাকা বিভাগের ৯০টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। রাজশাহী বিভাগে ২৯, ময়মনসিংহ বিভাগে ১৮, রংপুর বিভাগে ২৬, সিলেটে সাতটি, বরিশালে ৩০, চট্টগ্রামে ৮৬ ও খুলনায় ৪৬টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনও উৎসবমুখর পরিবেশে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশও সৃষ্টি হয়েছে। ঐক্যফ্রন্টের দাবির পরিপ্রেক্ষিতে তফসিলও পেছানো হয়েছে।’

খবর২৪ঘণ্টা, /জেএন        

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team