মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী ৫৪,(পবা-মোহনপুর-৩) থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ্যাড. আলহাজ্ব ড. মোঃ আলমগীর মোস্তাফিজুর রহমান (টমি)।
মনোনয়ন ফরম সংগ্রহ করে টমি বলেন, আমি রাজশাহী ৫৪, পবা-মোহনপুর আসনের এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমার জন্ম স্থান রাজশাহীর মোহনপুর উপজেলায়,পবা-মোহনপুর এলাকার মানুষের পাশে থেকে নির্বাচনে অংশ নিবো। আমাকে মনোনয়ন দিলে আমি এই আসনটিতে জয়লাভ করে আমাদের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিবো। তিনি আরো বলেন, এই নির্বাচনে অংশ নিচ্ছি আমাদের মা খালেদা জিয়ার মুক্তির জন্য।
উল্লেখ্য, আজ সোমবার বেলা ১২ টায় নয়া পল্টনে বিএনপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট আইনজীবিদের সাথে নিয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।