বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় তিন মাদকসেবীর বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শাহিন রেজা এ কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত হলেন-দক্ষিণ মিলিকবাঘা গ্রামের খোদা বক্র এর ছেলে মোহাম্মদ ভিশন আলী, কিশোরপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মনোয়ার হোসেন মনি, উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত আজগর আলীর ছেলে মজনু হোসেন।
জানা যায়, মাদক সেবনের অভিযোগে দন্ডপ্রাপ্তদের নিজ নিজ এলাকা থেকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা আটককৃতদের মধ্যে ভিশন আলী ও মনোয়ার হোসেন মনিকে এক বছর করে এবং মজনু হোসেনকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রমান করেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।