নিজস্ব প্রতিবেদক :
মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, শিক্ষানগরী রাজশাহীতে আরো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। আগামী রাজশাহীতে বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। ইতোমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ বিশ^বিদ্যালয়ের কাজ শুরু হয়েছে। আগামীতে পুর্নাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও
গালর্স ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করা হবে। এগুলো চালু সময়ের ব্যাপার মাত্র। মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের গর্ভনিং বডির সদস্য ও রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান শিরীন সুফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নিউ গভ.ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদির। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের গর্ভনিং বডির সদস্য ছাদরুল ইসলাম, অধ্যক্ষ সালমা শাহাদত প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।