নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সড়কটির পার্কেটিং কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কার্পেটিং কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুর রহমান সুমন, রাসিকের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রকল্প পরিচালক প্রকৌশলী খন্দকার খায়রুল বাসার, সহকারী
প্রকৌশলী সামসুদ্দিন হায়দার প্রমুখ। রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, শিরোইল বাস টার্মিটান থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক দুইপাশে সাত কিলোমিটার। আজ এ সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করলেন মাননীয় মেয়র। আগামী ১২ থেকে ১৪ দিনের মধ্যে সড়কের কার্পেটিং কাজ শেষ হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।