নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে জুয়ার আসরের খবর প্রকাশের জের ধরে তরুণ সাংবাদিক আশিক ইকবাল অন্তরকে লক্ষ্য করে গুলির ঘটনার মামলার ৩ নম্বর এজাহার ভুক্ত আসামী হাবীবকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আটক হাবীব নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি কানার মোড় এলাকার চাঁনমিয়ার ছেলে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বেরিয়ে আসার সময় তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাসির আহম্মেদ। জানা গেছে, গত ২৭সেপ্টেম্বর বৃহস্পতিবার তরুণ সাংবাদিক অন্তরকে গুলি করার সময় স্থানীয়দের হাতে অস্ত্রসহ আটক হয়ে জেলহাজতে আছেন মামলার ১নম্বর আসামী নগরীর বোয়ালিয়া থানাধীন সপুরা কাঠমিল এলাকার মৃত মোজাফফর আহমেদের ছেলে সবুজ আহমেদ ও ২নম্বর আসামী একই থানার সপুরা মঠপুকুর এলাকার আক্কাস আলীর ছেলে আরিফুর রহমান ওরফে আরিফ। আর আজ আটক হলো মামলার ৩নম্বর এজাহার ভুুক্ত আসামী হাবীব । তবে এখনো অজ্ঞাত আরো ৪/৫ জন পালাতক রয়েছে । ঘটনার
দিনই তিন আসামীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন দৈনিক উপচার পত্রিকার ভারপ্রপ্ত সম্পাদক নুরে ইসলাম মিলন। এ ছাড়াও গত ৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে নগরীর ১৯ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক ও সাবেক সিনিয়র সহসভাপতি রেজওয়ান আনসারির ওপর “হাবীবসহ আরো কয়েকজন মিলে” অতর্কিত আক্রমণ চালানোর সময় এলাকাবাসীর গণধোলায়ে চাঁন মিয়ার ছেলে হাবীবের মাথা ফেটে গেলে হবীব রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন ।মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাসির আহম্মেদ বলেন, সাংবাদিককে গুলির ঘটনায় ৩ নম্বর পলাতক আসামী হাবীবকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২৭সেপ্টেম্বর বৃহস্পতিবার জুয়া খেলার সংবাদ অনলাইনে প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে আট-নয়জন জুয়ারীর ছোড়া গুলিতে আসিফ ইকবাল অন্তর (২২) গুলিবিদ্ধ হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।