নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিএনপিসহ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবিতে অনুষ্ঠিত মহাসমাবেশ আসতে শুরু করেছে
নেতাকর্মীরা। বাস না থাকায় রাজশাহী মহানগরীরের আশেপাশের জেলা ও উপজেলা থেকে ছোট ছোট যানবাহন নিয়ে লোকজন আসছে। পথে পথে পুলিশি বাধারও
অভিযোগ রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের পক্ষ থেকে। নগরীর বিভিন্ন প্রবেশ পথে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রবেশ পথ দিয়ে নেতাকর্মীরা নগরে প্রবেশ করছে। তবে রাজশাহী অভিমুখী কোন বাস চলাচল না করায় নেতাকর্মীরা আসতে পদে পদে সমস্যায় পড়েছেন বলে নেতাকর্মীরা অভিযোগ করেছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।