খবর ২৪ঘণ্টা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর ধানমন্ডির অফিসে ৮টি বুথে মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে। এ উপলক্ষে বাইরে নেতাকর্মীর ব্যাপক জনসমাগম লক্ষ করা গেছে। কেউ মনোনয়ন কিনতে কেউবা মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে এসেছেন।
এর আগে গতকাল একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়। ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।
আওয়ামী লীগ সভাপতির পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্পিকার ড. শিরীন শারমিনের পক্ষে একটি ফরম তুলেছেন আ স ম ফিরোজ। এ ছাড়া নোয়াখালী-৫ আসনের জন্য ফরম সংগ্রহ করেছেন ওবায়দুল কাদের।
এর আগেই ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বলা হয়, ৮ নভেম্বর বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হলে পরের দিন শুক্রবার থেকেই মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।